বৈশাখ তুমি এসেছ আবার সাজাতে অনন্ত নতুন দিন
করোনার দাহেই দগ্ধ জীবন কি করে বল হবে রঙিন??
বিষাক্ত এই-ঘন বাতাস দুঃখ বেচি অন্ধকারে
বাহিরেতে মৃত্যুর দূত ঘরেতে মরি অনাহারে।
জানো তুমি? লাশের পরে লাশের মিছিল সব হারিয়েই নিঃস্ব জীবন
ভেবেছিলাম লাল-হলুদে রাঙিয়েই সাজাবো তোমায় মনের মতন,
কিন্তু পৃথিবী আজ দুঃখবিলাস করোনা নিয়েই আছে ব্যস্ত
আজ এ সুজলা বাংলা-অক্ষত যৌবন, প্রেম, সব দ্বিধাগ্রস্ত।
করোনার দাপটে নিঃস্ব হয়ে আজ ব্যথায় ভরা এ আঙিনা
গৃহবন্দি, তবুও আজো বেঁচে আছি এই টুকুই যে সান্ত্বনা!!
এখন নতুন আশার গল্প খুঁজি তোমার এই আগমনে
আজকে অন্ধকারে জ্বালাই প্রদীপ নতুন আলোর সন্ধানে,