আমি আমার স্বাধীনতা খুঁজে বেড়াই
অথচ এ কাঠবিড়ালি টা
কী অবলীলায় উঠে যাচ্ছে
পেয়ারা গাছের একেবারে মগডালে;
অথবা ঐ যে প্রজাপতি টা
মনের সুখে ঘুরে বেড়াচ্ছে
এক ফুল থেকে অন্য ফুলে;
ঘাসফড়িং টাও তো বসে নেই
লম্ফঝম্প করতে করতে কত দ্রুত সরে যাচ্ছে,
কিন্তু আমি, কি আশ্চর্য?
আমি এখনো আমার অস্তিত্বের জন্য বসে আছি
যদিও আমি আমার
ভেতরের আমি কে চিনতেই পারিনি!!
কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব কিছু,
আকস্মিক স্মৃতিশক্তি
ধূসর পেঁচার মত উড়ে চলে যাচ্ছে;
কখনো উথালপাতাল সমুদ্রে যেন ভেসে যাচ্ছি
তো কখনো হিমালয়ের ঠাণ্ডা বরফে জমে যাচ্ছি,
রঙিন মাছেরা কী চমৎকার খেলে যাচ্ছে
ছোট্ট একটা অ্যাকুরিয়ামে
অথচ আমি স্বাধীনতা খুঁজেই বেড়াচ্ছি।।