আমি প্রেমিক হয়েই
তোমার বুকের সেই প্রেমের মিছিলে
শামিল হতে চেয়েছিলাম,
ভেবেছিলাম আমার বুকের ভেতরে
উশৃংখল প্রেমের সমুদ্রটা বুঝি
তোমার ছোঁয়ায় শান্ত আকাশের মতো
নির্মল হয়ে উঠবে।


তুমি সুখ পাখি ধরতে ব্যস্ত শিকারী!
লাল নীল আলোর ঝলকানিতে অন্ধ হয়ে গেলে..
আমায় দেখালে চোরাগোপ্তা নদীর ফ্যাকাসে মুখ;
তোমার কূট প্রেমের অশান্ত বাতাসে
উড়তে উড়তে আজ আমার হৃদয়
আটপৌরে ধুতি হয়ে গেছে..
তবু তোমার হৃদয়ে আজো আমি পরিযায়ী পাখি,


তোমার দেওয়া রূঢ় আঘাতে আঘাতে আমার শুভ্র প্রেমের আগুন আজন্ম লালিত আঁধারেই ভেসে গেল..
আমি কাউকে বলিনি পোড়ার দহন!
আমি শুধু এখন ছায়াবৃত্তের মাঝখানে ক্লান্ত বিষন্ন মেঘের বুকে
প্রতিনিয়তই লিখে যাই বিষাদের পাণ্ডুলিপি।।