অদৃশ্য শত্রু'র আঘাতে আজকে বিধ্বস্ত পৃথিবী
জরা মৃত্যু আর ধ্বংস কীটের হাতে পৃথিবীর চাবি
চৈত্রের হাওয়া ক্লান্ত উৎকণ্ঠায় অস্থির দুপুর
পৃথিবীর ইতিহাসে কাঁদে আজ অসহায় সুর।।


আজকে মনে হয় পৃথিবীর দিন শেষে মৃত্যু এগিয়ে আসে
তাই মৃত্যু স্বপ্ন ভাসে অবরুদ্ধ নিবিড় বাতাসে
প্রাণেতে টাই বেধেছে বীভৎস নিঃশব্দ ধ্বংস বীজ
মনে হয় সবখানে মৃত্যু কীট করে গিজগিজ।।


ভয় নেই, যুগে যুগেই এসেছে যত ঝড় উত্থান-পতনে
বিপ্লবী মানুষ তবু লড়াই করে বাঁচতে জানে;
শুধু যেন একটু দরকার সচেতনতা সংকলিত আলো  
ঘরে বন্দি থেকেই হবে জয়, তাই ঘরে বন্দি থাকাই ভালো।।