বন্ধু হে! দুঃখ যে দিলে মনে,
বলব না তবু কিছু, সকলেই জানে-
তরীতে তোমার কালো লুণ্ঠিত ঐ রাতে-
আমি যে ছিলাম মাঝি।
আমার রক্ত নদীর স্রোতে
তুমারেই সাজাতে এ জীবন রেখেছি বাজি।


কাটার আঘাত নয়! আমিই নিলাম,
ফুলটিই তুমি নিলে।
বলব না তবুও যে কিছু বন্ধু
এ মনে দুঃখ যে দিলে।