আষাঢ় মাসে
বৃষ্টি আসে
দিন দুপুরে
জল পুকুরে  
বাঁধনহারা
অজর ধারা
নামল হাটে
খেয়াঘাটে।।


তাই না দেখে
রঙটি মেখে
ব্যাঙের ছানা
তা ধিন তানা
নাচল শেষে
জলে মিশে।।


মাছের পোনা
রঙিন সোনা
কাটায় বেলা
করে খেলা
উজান স্রোতে
চাইছে যেতে।।


বইছে হাওয়া
দক্ষিণ বাওয়া
তরীতে পাল
উথালপাতাল
খেয়ার মাঝি
ভাবছে আজি
ডুববে জানি
নৌকা খানি।।