হৃদয় জুড়ে আমার অধঃপতনের
অসুখ জমেছে
কৃষ্ণ কাদামাটি ছেড়ে পোড়ামাটি আর
কংক্রিট মনে হয় আজ বেশি ভালোবেসে ফেলেছি।
গোবরের স্নিগ্ধ ঘ্রাণ এখন নাকে বড়ই বিশ্রী লাগে,
পচা পাটের মোনায়েম গন্ধ পচা মাছের মত মনে হয়
আর মাছের আঁশটে গন্ধ পেলে নাকে রুমাল চাপি;
এখন বড়ই বিতৃষ্ণা জমেছে,
শুটকি মাছের ভর্তা,
ঢেঁকিতে ভাঙ্গা মোটা লাল চালের ভাত
আর ডালের শুক্ত তে……
জোড়াতালি মার্কা ছেঁড়া পোশাক আর
কাদামাটি গায়ে মাখানো কৃষক দেখলে
দূরে থাকুন, দূরে থাকুন বলে
তিন পা পিছিয়েই দাঁড়াই;
এখন আমার আঙুলের ডগা ভরে আছে
শহরের পচা অহংকারে,
আমার শিকড় ছিঁড়ে ফেলে
আমি এখন পুরাদস্তু শহুরে বাবু।।