যে প্রাণের রক্ত স্রোতে ভেসে এসেছিল মুক্তি স্তম্ভ
উন সত্তরে সাতাশ জানুয়ারি  
গণঅভ্যুত্থানে আবাল-বৃদ্ধ-বনিতা যুবা
তীব্র প্রতিবাদের মিছিল,
সেই মিছিলের অগ্নিপ্রভা টগবগে রক্তের এক তরুণ;
পুলিশ চালাল গুলি
তারপর শুধুই স্তব্ধতা।
বুকের কেন্দ্রবিন্দু ভেদ করে কাঁঠাল গাছে বুলেট
রক্তে ভেসে গেল রাজপথ
মুক্ত স্বদেশ কিনতে মৃত্যু হল এক নির্ভীক স্বপ্নচারীর।


তুমি আছো আজো আমাদের চেতনায়
হে মুক্তিকামী, হে মৃত্যুঞ্জয়ী প্রাণ, হে মহাবীর
শ্রদ্ধা ভরে করি আজ স্মরণ তোমায়
আমারা নাগরিক গৌরীর,
তোমাকে জানাই শত কোটি সালাম
ওহে মৃত্যুহীন চির প্রদীপ্ত অরুণ
তুমি গৌরীপুরের চেতনার উজ্জ্বল নাম
শহীদ হারুন।