চপল মেয়ে নদীর ধারে
একলা কেন বসে।
নদীর জলে গেছে কি গো
ফুলটি তোমার খসে?


চপল মেয়ে কাশের বনে
খুঁজছ কি গো তুমি?
তোমার পায়ের নূপুর কেন
বাজছে ঝুমঝুমি?

চপল মেয়ে সরষে ক্ষেতে
যাচ্ছ কেন ধেয়ে?
সরষে ফুল কি হলুদ হল
তোমার ছোঁয়া পেয়ে?


চপল মেয়ে ধানের ক্ষেতে
চলছ দিশাহারা;
তোমার ছোঁয়ায় সবুজ হল
ধান গাছের চারা।


চপল মেয়ে বিলের মাঝে
ধরছ কি গো মাছ?
বিলের পানি ধন্য হলো  
পেয়ে তোমার আঁচ!


চপল মেয়ে বনের ধারে
চলছ কেন একা?
পাওনি কি এখনো তুমি
সুরের পাখির দেখা?


চপল মেয়ে চপল মেয়ে
বারেক্ ফিরে চাও;
এখন আবার যাচ্ছ কোথায়
একটু বলে যাও;।।