হ্যালো হ্যালো হ্যালো
মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো;
এই যে শুনুন, আমি কিন্তু পাগল না।
এই যে দেখছেন আধ ন্যাংটো আমি
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে...
আমি কিন্তু পাগল না।
হ্যালো হ্যালো হ্যালো
মাইক্রোফোন টেস্টিং
ওয়ান টু থ্রি
থ্রি টু ওয়ান।।


আমি কিন্তু মন্ত্রিত্ব চাই না,
মন্ত্রীরা কেবল ক্ষমতার পেছনে ছুটে
নিজের পকেটে উন্নয়নের পেছনে ছুটে।
আমি কিন্তু কবিও না,
কবিরা কেবল বেফাঁস কথা বলে ফেলে
বরং ওরা কারাগারেই থাক।।


হ্যালো হ্যালো
আমি কিন্তু পাগল না!
এই যে দেখছেন লেংটি পরা আমার উলঙ্গ দেহ
এটা কিন্তু আমার দেশ,
আমাদের বেহায়াপনা জিডিপি,
উন্নয়নে ভেসে যাচ্ছে আমাদের নর্দমার শহর
অথচ আমার ভাতারি টা!
না খেতে পেয়ে পালালো অন্য ভাতারের সাথে,
ছেনাল মাগি, উন্নমন ধরে ধরে খেতে পারলি না?


ভাতের মাড়ের মত উথলে ওঠা উন্নয়ন চেটে চেটে জিভটা পাতলা হয়ে গেছে আমার
এখন আমি সারারাত ধরে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে উন্নয়নের কীর্তন করি,
দয়া করে আমাকে ভোট দেন....
আমি কিন্তু মন্ত্রিত্ব চাইনা,
মানুষ একটু ভাতের জন্য, বস্ত্রের জন্য,
বেঁচে থাকার জন্য হাহাকার করবে, দুঃখে কাঁদবে
দেখে দেখে আমি হাসবো হি হি করে ;
হ্যালো হ্যালো শুনুন,
আমি কিন্তু পাগল না।।


( এটা কিন্তু সত্যি সত্যি এক পাগলের প্রলাপ।।গতকাল ময়মনসিংহ শহরের ব্রিজ মোড়ে আমার চোখে পড়লো এক পাগল সমানে প্রলাপ বকে যাচ্ছে।। তার সারা শরীর উলঙ্গ শুধু কোমরে পেচানো একটা ছেঁড়া লুঙ্গি।। সামনে দিয়ে যে যাচ্ছে তার কাছেই টাকা চাচ্ছে ভাত খাবে বলে, অথচ সবাই তাকে এড়িয়ে চলে যাচ্ছে কেউ ফিরেও তাকাচ্ছে না।। )