পৃথিবীর পথে পথে জমে শুধু ভয়
মানুষের চোখে আজ কঠিন বিস্ময়
ঘরে ঘরে রক্ত দিয়ে আদি রক্তবীজের নিধন
তবুও মনকে ঘিরে মহাজাগতিক আলোড়ন
চেয়েছিলাম সূর্যের দীপ্ত আলোকিত সমাজ
নিস্পন্দ গহ্বরে  যেন হারিয়েছে সব আজ
আমি আজ খুঁজি নাকো তার মানে আর
হৃদয় ভাঙছে ক্রমে? ভাঙ্গুক, এ ত্রস্ত নীলিমার।।