জানি তোমাকে ক্ষতবিক্ষত করে
বিষাক্ত কুড়াল  
জানি মেঘেতে জমেছে কালকূট
গগনচুম্বী আর্তনাদে আঘাতে আঘাতে
কেঁপে ওঠে মহাশ্মশান;
বৃক্ষের জঠর ছিঁড়ে ভূমিষ্ঠ পাতার মত
তোমার হৃদয় ছিঁড়ে
তুমি শুধু দুঃখ পোষ নীরবে নীরবে……..


দুঃখ পোষা কবি দুঃখ পোষ না আর
দুঃখ গুলো কে এবার নির্বাসনে দাও
মহাকালে উড়িয়ে দাও বেদনা ভার
এবার হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলো
দুঃখের সংসার।।