ফেব্রুয়ারি এলেই সাজাই রং তুলির আঁচড়ে মিনার
বাকি এগারো মাস কেবল ইতিহাস তুমি;
তোমার রক্তের লালে লাল হয়েছিল কৃষ্ণচূড়া ফুল  
কিংবা কত রক্তকরবী পাপড়ি
তোমার জন্যই পেয়েছি মা'কে মা ডাকার স্বাধীনতা
মায়ের আঁচলে লুকিয়ে গল্প শোনার স্বাধীনতা,
তবু যদি ভুলে যাই তোমার সে ইতিহাস, তবে?
আমার আর কিসের দায়!
আমার পচা আঙ্গুলের ডগায় এখন বিশ্বায়ন
মা'কে ডাকি মম...
তুমি ইতিহাস হয়েছ, তোমাকে মাল‍্য দেবো
এই নাও একদিনের প্রেম- তোমার রক্তের দাম;
তোমার সেই সর্বস্ব ত্যাগ ভুলে গেলে আমার আর কিসের দায়
তুমি চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছো একুশের দিনে
আঙ্গুলে আঙ্গুলে জমা অজস্র শহীদ বেদী
ফুলে ফুলে সাজাই মিনার বছরে একবার তোমার জন্য
শুধু তোমার সেই রক্তের অনুভব ভুলে গেলে আর কিসের দায়, স্মরারি!
সর্ষের ভিতর ভূত
আট'ই ফাল্গুন হয়ে গেছে যে একুশে ফেব্রুয়ারি।।