"""""""""""""""""""""""""""""""""""""""""
মহাশ্মশানে অস্থির দহন,
কেঁদে ওঠে পিউ কাহা  
ভূগোলের অগণিত পাপে
সংক্রমণ হয় চির সবুজের দারুচিনি দ্বীপে,
নিরন্ন পাখিদের পাকস্থলী জুড়েই
শুধু শূন্যতার হাহাকার জমে
ক্লান্ত পৃথিবীর ইতিহাস লিখে যায়
অগণিত লাশের মিছিল।
তবু ডুব সাঁতারের ম্যাজিক দেখায়
লোলুপ ভোট ভিক্ষুকের দল.....
প্রবর্তকের মিথ্যে ভালোবাসায়
মৌন গাছের চোখে অশ্রু ঝরে অনবরত
বেদনা প্রলাপ-শিশির ঢাকতে গিয়ে
হোঁচট খায় হিরন্ময়ী মেঘের দল।
সূর্য তার বর্শা ফলার মতো তেজস্বী দিয়ে যেন
মিট মিট করে হাসে...
কষ্টের প্রান্তর জুড়ে নিঃসঙ্গতার পাণ্ডুলিপি লিখে যায় অবাধ্য কাঠবিড়ালি
ঈশ্বরের কাছে নির্দোষ প্রমাণ দেয়
মুখোশ ধারী অগ্রণী ঘাসফড়িং।
পাহাড়ের শরীর ভাঙ্গার শব্দে বিহ্বল হয় ঘুগরা পোকা
কৃষ্ণপক্ষের আঁধারে যেন ডুবে যায় সমস্ত নক্ষত্র মালা
তবু আলোর গান গেয়ে উড়ে যায় কয়েকটা পাখি
এবং সেই মাটির পৃথিবী আবারো জ্বলজ্বল করে উঠে ফিনিক্স রূপে।।