সেই যে দেখা হয়েছিল, সেই যে প্রথম দেখা
তখনও বলতে পারিনি
বুকের ভেতর প্রলয় নৃত্য করে যে শব্দটি
অথবা ফুলের মত নিত্য ফুটে থাকে...
যে শব্দটি আমার আড়ষ্ট ঠোঁটে
উচ্চারিত হতে হতে থেমে গিয়েছিল,
সেই ভালোবাসি শব্দের কয়েকটি হরফ
আমার খোলা আকাশের মত বুকে
পাথরের মত চেপে বসে থাকে আজও।


শূন্য হাতে ফিরে আসা কোন ব্যর্থ ডুবুরির মতো,
আমার প্রথম ব্যর্থ প্রেমে, কতবার যে তোমায়
ভালোবাসি বলতে গিয়ে ফিরে এসেছি
তা জানে কেবল অন্তর আত্মার অন্তর্যামী...