রুপোর চাদর গায়ে দিয়ে
এ গাঁয়ের এক মেয়ে
কলসি ভরে যায় প্রতিদিন
কাজল গাঙে নেয়ে।
কাঁচা রোদের ঝিলিক মারে
তার গায়েতে জল  
চাঁদের আলো জ্যোৎস্না ভরে
ঝরছে অবিরল।
জলের ঝিলিক ঢেউ বাঁধে হায়
তারই দেহের সনে
কলমি-কুসুম সাজে যেমন
নতুন বিয়ের কনে।
রাঙা ভ্রমর ছোঁয় যে তারে
উড়াউড়ির ছলে  
রঙিন ঊষা খেলা করে
তারি গায়ের জলে।
পাঊস রবির হাসির মতো
তার মুখের ঐ হাসি
সূর্য ভরা আকাশে মেঘ
যেমন যায় গো ভাসি ।
শ্রাবণ রাতের মেঘের মত
চুল গুলি তার কালো
অমাবস্যার আঁধার রাতে
চাঁদ যেন দেয় আলো
তরমুজেরি ফালির মত
তার ঐ রাঙা মুখ
তার মুখটা দেখলে একবার
শীতল হয় যে বুক।