আমি বহু পথ জগত জঙ্গল ঘুরে
বহু প্রবাহ প্রজন্ম ধরে
একটা একটা করে কাঠ জড়ো করে
সাজালাম আমার দরজা...
বহুকাল বহুকাল আমি পেরেক ঠোকে
বহু পেরেক বহু পেরেক বিদ্ধ করে
আমার আজন্ম সাধনায়
আমার আজন্ম সাধনার কারুকাজে
অবশেষে সাজালাম যে দরজা
দেখি সেই দরজায় এখনো একটা ফুটো
সেই ফুটো দিয়ে ফিনিক ফিনিক
রক্ত ঢুকে যাচ্ছে আমার ঘরে
আমার ঘরে ঢুকে যাচ্ছে পুঁজ মরক্ত  
লোকে দেখে হাসলো, লোকে দেখে কাঁদলো
আমি নিশ্চুপ, আমি নিশ্চুপ; হাসলাম না কাঁদলাম না
আমার আজন্ম সাধনার ফল
আমার আজন্ম সাধনার ফসল
সব শেষ ঠাই পেল শৌচাগারের দেয়ালে।।