প্রিয়তমা
তুমি কি মোম দেখেছ?
কিভাবে জ্বলন্ত আগুনের
স্পর্শ পেলেই গলতে থাকে।
অথবা; তুমি কি সাদা বরফ দেখেছ কখনও?
উষ্ণতা পেলে কেমন জলে পরিণত হয়।
আমি জ্বলন্ত আগুন আর তুমি মোম….
আমি অশান্ত উষ্ণতা আর তুমি বরফ…
চলো না আজকে আমি জ্বলে উঠি আর
তুমি গলে যাও আমারই মাঝে……।
পাগল হই গন্ধম ফলের নেশায়;
তোমাতে-আমাতে আমি-তুমি মিশে যাই,
তোমার বরফ আচ্ছাদিত
গভীর খাদ আর আমার জ্বলন্ত আগ্নেয়গিরি,
মিশে যাক না একই সাথে
ক্ষতি কি তাতে হয় তো সেখান থেকেই
জন্ম নেবে যে আবার একটি সবুজের অঙ্কুর।।