একুশের প্রথম প্রহর
বুকেতে আর্তনাদে কাতর
হাজার মানুষ নগ্ন পায়ে
হাতে হাতে ফুল নিয়ে আসে
হে শহীদ তোমাদের ভালবেসে।


প্রভাতফেরির জনতার ভিড়
ভাই হারানোর বেদনা অস্থির
শোকে কাতর বুকেতে কালো ব্যাস
মুখে নেই ম্রিয়মাণ হাসি
চোখের কোনে কান্নার রেশ
লাখো বাঙালির বুকে
ভাইয়ের স্মৃতি অবিনাশী।।


মা আমাদের বাংলার মাটি,
বাংলা ভাষাই মোদের প্রাণ।
মাগো মোরা যে বাঙালি
তোমারি সন্তান;
ভাষার জন্য লড়েছি
মরেছি দিয়েছি জান
তবেই ফিরেছি মা গো
নিয়ে তোমারি সম্মান।।


মোরা বাঙালি মোরা যে বীর
বিশ্ব দরবারে উচ্চ মোদেরই শির
মোরা জান দিতে জানি
মোরা মানি নাকো হার,
চেয়ে দেখেছ হে বিশ্ববাসী
রেখেছে প্রমাণ ওই শহীদমিনার।।