গুজব ছড়িয়ে ধূর্ত দুর্বৃত্তরা হেথা প্রতিবার
স্নায়ুতে স্নায়ুতে করে অন্ধকার ব্যাধির বিস্তার।
নিয়ত ঘনায় রাত্রি আজ গ্রাম নগরের ভিড়ে
গুজবের গুপ্তঘাতে দুর্দিন ঘনায় ধীরে ধীরে।


আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন আজকে বাংলার মাটি
পিশাচের-অনুচর, আজ নীরবে গেড়েছে ঘাঁটি।
মানুষের ভিড়ে ঢেলে গুজব নামের মরণকাঠি
ধূর্ত প্রবঞ্চক যারা তারা মুদ্রা গোনে কোটি কোটি।


হুজুগে বাঙালি মাতে আচম্বিতে, নেয় না খোঁজ;
পাগলে বুঝে,তবু বাঙালি বুঝে না নিজের বুঝ।।