প্রশ্ন করি হেরে! হে চিত্ত আমার?
শুধুই যদি থাকবি চেয়ে
থাকবি নির্বাক আর,
তবে কেন আসলে হেথায়
নিলে যে তাহার ভার?
হেরে ! হে চিত্ত আমার?


শুধুই যদি বসে রইবে
তাকে যদি না জাগাবে,
শিকল যদি নাই পাবে মন বান্দার,
তবে কেন কথা দিলে
নিলে গো  তাহার ভার?
হেরে ! হে চিত্ত আমার?


যদি বা তাহার উচ্চ শির
গৌরব তাহার না ভাঙ্গাবে,
যদি বা তাহার অহংকার
পদতলে নাই লুটাইবে,
তবে কেন তাহার আশায়
জনম করবে পার
হেরে ! হে চিত্ত আমার?