হে শীত, তোমার চাবুকের
তীব্র আগাতে বিষন্ন মুখ
দেখেছে কি কখনোও?
নিভৃত গ্রামের ভাঙ্গা কুটিরের
ছেঁড়া কাঁথার ভেতর
শীত তুমি খুঁজে নিলে তোমার ঘর,
শীর্ণ দেহে কোন এক বৃদ্ধ
গায়ে নেই তার কোন গরম কাপড়
শুধু কাঁপছে প্রচণ্ড শীতে থরথর করে
খড় কুটোর আগুনে সেকে
শীত নিবারণ এর বৃথা চেষ্টা।


পারলে না  শুধু তুমি ঢুকতে ডুপ্লেক্স
বাড়ির ভেতর।
যেথায় চলছে রুম হিটার সর্বদা
গায়েতে জড়ানো আছে
ধবধবে সাদা এক পশমী কম্বল
কানেতে লাগানো হেড ফোনে
শুনছে বিদেশি গান।
শীত তুমি কি তাদের
ছুঁতেও পেরেছ একবার?