এক যে ছিল  হাবুল
নাম ছিল তার আবুল।
মাথা ছিল তার ন্যাড়া
চোখ ছিল তার ট্যারা।
নাক ছিল তার বোঁচা
মানুষ তাই দিত খোঁচা।
মুখ ছিল তার বাঁকা
যেন ভাই কোণ আঁকা।
সে যে ছিল  বেটে
চলত তাই উচো হেঁটে।
কথা বলত বেশি
সত্যি মিথ্যা মিশি
ভাল কিছুর অভাব
এই ছিল তার স্বভাব।