সদ্য স্নান সেরে তুমি যখন উঠে আসো
তোমার মুখে প্রতিটি জলের বিন্দুতে
মনে হয় এক ঝাঁক আলো জ্বলে আছে
আমি হতবাক হয়ে চেয়ে থাকি...
আমাকে এমন অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে
তুমি এসে দাঁড়াও সামনে
চোখেতে কাজল আঁকা,
পড়নে পেখম মেলা ডোরাকাটা শাড়ি
কামরাঙ্গা ঠোঁটে লাল লিপস্টিক;
আমি অবুঝ বালকের মতো তোমাকে ছুঁয়ে দেখি
তুমিও ছুঁয়ে দাও খানিক!
তুমি ছুঁয়ে দিলে আমি ভুলে যাই সময়ের জ্ঞান
ঘড়ি হীন পৃথিবী স্তব্ধ হয়ে যায় তোমার ঠোঁটে
তখন মহাকালে এক ঝাঁক মায়া পাখি হেটে বেড়াই শুধু
আসলে প্রেমান্ধ মন বড় মোহময়
বিষ ফুল হয়ে যায় বাক্স ভর্তি মধু।।