আমি বোধহয় এখন আর মানুষ নই,
মানুষ হলে তো প্রতিবাদ করতাম;
দুর্গন্ধ ছড়িয়ে দেয়া পচা  শামুকের
মতই এই সমাজের বিরুদ্ধে।


আমি বোধহয় এখন আর যুবক নই;
বার্ধক্য হয় তো আমাকে ছুঁয়ে দিয়েছে।
যুবক হলে তো প্রতিবাদ করতাম;
এইসব হায়েনাদের বিরুদ্ধে,
যারা মতের অমিল হলেই মানুষ-
খেকো  হয়ে উঠে।
যারা অবলীলায় দর্শন করে
ছয় বছরের ছোট্ট শিশুকেও।


আমি বোধহয় এখন আর স্বাধীন নই;
মায়া আর দম্ভের শৃঙ্খলে
আবদ্ধ হয়েই পরাধীন আমি।
স্বাধীন হলে তো প্রতিবাদ করতাম;
রক্ত খেকো ঐ সব শকুনের বিরুদ্ধে।


আমি আজ নিথর নিস্তব্ধ হয়ে পরে আছি
প্রতিবাদ হীন নিথর এক মানুষ,
প্রতিবাদ হীন নিস্তব্ধ এক যুবক।
আর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মানবতা।