আমি নিভৃতের মায়াজাল
রাত গভীর হলে আমি বিশ্বের পথে পথে হাঁটি বহুবার
আমি সেই বহু যুগ বহু যুগের স্বপ্ন কুমার;
আমি সেইসব নক্ষত্র মাড়িয়ে হেঁটে যাই
বহু পথ বহুকাল
আমি নিভৃতের মায়াজাল।।


আমি নিশাচর প্রাণী, এক নিভৃতের যাযাবর
আমি ভবঘুরে ঘুরে ফিরি ছায়াপথের নাভিমূল ছিরে
আমি সেইসব পথে শেষ খুঁজে ফিরি..
আমি হারাই, স্বপ্নে হারাই
আমি কল্পনা কাঙ্গাল,
আমি নিভৃতের মায়াজাল।।