আমি শব্দ চাষী
শব্দকে চাষ করি মননে চেতনায়;
বেলা শেষে নক্ষত্রের তলপেট খুঁড়ে
তুলে আনি অনির্বাণ বর্ণমালার মাধুরী,
হৃদয়ের অসীম অধ্যায় পেরিয়ে
অপোগণ্ড মনের পাতালে রুপন করি ছায়া বৃত্তের কল্পতরু।।


আমি শব্দের শিকারি
নিশাচর পাখি হয়ে খুঁজে আনি
প্রেমিক শরীরে জন্মান্ধ কামের ঘ্রাণ;
মগজের মাস্তুলে ঝড় তুলে
জল-তরঙ্গের সুরে লিখি প্রেমের চিঠি,
অথবা অপ্রেমিকের বুকে জ্বালিয়ে দেই
হাহাকার বিষাদের উদ্বাস্তু আগুন।।


আমি শব্দ কুশলী
হতাশার বুকে ঘোর অসম নষ্ট জীবন,
ব্যর্থ পাখিদের পাখায় আমি
গোধূলির রঙ মাখিয়ে সাজিয়ে দেই নীল আকাশ।।


আমি শব্দ যোদ্ধা
সম্মুখে শত হাজার আঁধার পেরিয়ে
রুদ্ধ আলোর দরজা ভেঙে
শত বিপ্লবীর বুকে
বারুদে সাজাই বর্ণমালার কোমল শিখা।