- এই শোনো কি দেখছ আমারই দিকে
   তাকিয়ে এমন করে?


- হু ভাবছি....


- কি ভাবছো?


- ভাবছি আমার মনের যে
   রঙিন ক্যানভাস টা ওখানে তোমার
   প্রতিকৃতির চিত্র আঁকব।


- ওহ…ভালো তারপর?
   তারপর কি করবে শুনি?


- তারপর !......
   তারপর আমার হৃদয়ের গহীনে
  মেঘমেদুর সরিয়ে
   তোমার জন্য বানাবো এক
   শান্ত-স্নিগ্ধ-শুভ্র কেলিকুঞ্জ।
   আর ঐ কেলি কুঞ্জের মাঝে
   থাকব তুমি আর আমি….


- ওরে বাবা তারপরে…….?


- তারপরে তোমার ঐ সুষমায় ভরা
   চোখের দিকে তাকিয়েই থাকব
   অসীম অনন্তকাল ধরে…
   তোমার ভেজা চুলের তীব্র স্নিগ্ধ গন্ধে
   আমি উদ্ভট উন্মাদ হব।
   নির্লজ্জের মতো উষ্ণ চুম্বনে ভরিয়ে-
   দেবো তোমার রক্তিম-ওষ্ঠ, গ্রীবা, গণ্ড।


- হুম থাক থাক….
   তোমার পাগল হতে বোধ হয় আর-
   বেশী দেরি নেই।


- কী আমি পাগল? তুমি এত বড় কথা-          
   বলতে পারলে আমায়….!


- ইস্‌!.............চুপ......চুপ;
   ভালোবাসি---ভালোবাসি, আর……..।