ওগো নাগরিক সভ্যতা
আমাকে মুক্তি দাও,আমাকে মুক্তি দাও,
আমি ঘাস ফুল হতে চাই,
হতে চাই একাকী পাখি;
ওগো নির্জন বন, ওগো দেবদারু
আমাকে ঠাই দাও
আমায় ভেসে যেতে দাও ওগো নদীর স্রোত..
আমি বিষণ্ণতা চাই, চাই একাকীত্ব
বিষণ্ণতায় ডুবে যেতে চাই জীবনানন্দ হয়ে।।


ওগো সবুজ ধানেরই শীষ
ওগো শিশির
ওগো ঘাস পোকা, ওগো প্রজাপতি
আমাকে ঠাই দাও,
ওগো কোলাহল
আমাকে মুক্তি দাও,আমাকে মুক্তি দাও;
আমি বিষণ্ণতা চাই, চাই একাকীত্ব
বিষণ্ণতায় ডুবে যেতে চাই জীবনানন্দ হয়ে।।


ওগো রুপালি আগুন ভরা রাত
ওগো কার্তিকের মায়াবী জ্যোৎস্না
আমাকে সঙ্গী করে নাও,
ওগো নিঃসহায়ে নগরীর কারাগার
আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও
আমি মধ্য নিশীথের নীলাভ আকাশ হতে চাই..
আমি বিষণ্ণতা চাই, চাই একাকীত্ব
বিষণ্ণতায় ডুবে যেতে চাই জীবনানন্দ হয়ে।।