এর চেয়ে যদি মুক্ত বিহঙ্গ হতাম
না থাকতো সীমারেখার সংকীর্ণ বাঁধন
না থাকতো সংসারের মিছে মায়া
আদিগন্ত হাওয়ায় ভাসতে ভাসতে
সীমাহীন আকাশটা হতো
আমাদের ট্রাফিক বিহীন পথ
মৈত্রী মমতায় তুমি আমি
কেটে যেত কত যুগ খুব কাছাকাছি
পরস্পর জ্যোৎস্না যৌবন প্রেমে।