প্রিয়তমা,
কাক ভেজা ভোরে সূর্য উঠলে
আজো মনোবীণা বেজে ওঠে..
চোখের জলের উষ্ণতা তোমাকে খুঁজে,
বুকের পাঁজরে ঝড় উঠে
বেজে ওঠে প্রেমের বিষাণ;
নিঃশ্বাসের প্রতিটি উষ্ণতা যেন খুঁজে
তোমার গায়ের শীতলতা।।


শ্বাসে শ্বাস হারায় না তবুও বিশ্বাস
কোনদিন শব্দহীন ফিরে আসবেই
জানি পদচিহ্ন ফেলে;
আর জনমে কাব্যের মত ফুল-পাখি
ঘাস হয়ে মিশে রবো দুজনে-দুজনে পাশাপাশি...
এজন্ম না হয় বদনাম হয়েই থাক।।