আমি বোকা আগন্তুক প্রেমের শহরে,
অলিগলি হেঁটে হেঁটে কতকাল পেরিয়ে গিয়েছে
শুধু খুঁজে পাওয়া হলো না আর তোমার ঠিকানা;
তোমার এ প্রেম নগরীর মানচিত্রে
আমি বোকা আগন্তুক
কাক ডাকা ভোরে নীরবতা মেখে
তোমার ঠিকানা খুঁজি।।


তোমার দেয়া প্রেমের ভার বইতে বইতে আমি ক্লান্ত
যদি প্রেমের ভার টা নামিয়ে রাখতে পারতাম কিছুক্ষণ
তোমার ঠিকানা খুঁজতে খুঁজতে আমি
সকালের শুভ্র আলোটা ছুঁতে পারিনি
তাই তোমার প্রেমের পুঁটলিটা পৌঁছে দিয়ে আমি
একটু ভিজে নিতাম দুপুরের রুদ্র ধোঁয়া নীলে।।


জানি আমার এই আওয়াজ পৌঁছাবে না!
তোমার জানালা বন্ধ,
ভেতরে নতুন স্বাদের অভিজাত আলোকসজ্জা..
তবু আমি সেই বোকা আগুন্তক তোমার শহরে
তোমার প্রেম তোমার কাছে পৌঁছে দিতে
এভাবেই হাঁটতে থাকবো..


অতঃপর একসময়
প্রখর রোদ থেমে গিয়ে নীল আকাশ লাল হবে
আমায় হাঁটতে দেখে কিছু
ছেলেছোকরা ঢিল ছুড়তে থাকবে পাগল বলে।।