জাগো গো ভগিনী জাগরণী
খোলো দ্বার খোলো দ্বার
নয় তো ভেঙ্গে ফেলো বন্ধ দুয়ার
দেয়াল দেয়াল চাপা খেয়ে
মরবে কত যে আর
জাগো গো ভগিনী জাগো এবার।।


হাঁড়ির কালী শাড়ির পাঁজা
অত্যাচারের কত সইবে বোঝা
চার দেয়ালেই মাথা ঠুকে
মরবে কত যে আর
জাগো গো ভগিনী জাগো এবার।।


চেয়ে দেখো বিশ্ব খ্যাত কীর্তি যত
নারী অর্ধেক আছে তাতেও
তবুও কেন পিছিয়ে যাবে
অন্ধকারেই পড়ে রবে
আঁধারিতে গুমড়ে গুমড়ে
মরবে কত যে আর
জাগো গো ভগিনী জাগো এবার।।