জীবনের সুতো কাটে সময়ের ঘড়ি
গলিত মোমের মতো শক্তি ক্ষয়ে ক্ষয়ে
শরীরে বাড়ে আয়ুর ঘূর্ণিতই সিঁড়ি।
অনেক বছর কেটে গেলে ধ্যান ফিরে
শৈশব ক্রমেই টানে যৌবনের দ্বার,
যৌবনের জ্যোতি গতি শেষ হয়ে প্রৌঢ়ে
প্রৌঢ়া থেকে ক্রমে হয়ে যায় বুড়ো।
মানুষের প্লোবাগতি মন
প্রেমের কাছে তবুও যেন হয় স্থির
ইতিহাস ফিকে হয়ে গেলে
নিভে যাবে একদিন মনন শরীর।