আর একবার যদি অনন্ত জীবন পাই আমি
আসবো ফিরে আবার এই বাংলার পথে নামি।
নিবিড় ভোরের পাখি হয়ে দেখব সবুজ ঘাস
সারাদিন ঘুরে ফিরে দেখবো নীলাময়ী আকাশ।
দেখব ভোরের রুদ্র প্রান্তরে আলো ছড়াচ্ছে কত
সমস্ত পৃথিবী ভরা জ্যোতির্ময় সাগরের মত।
দেখব সরব বয়ে চলা নদী দূরে চলে গেছে
নদীর ধারে অসংখ্য সিম লতা পাতা ভরে আছে।
দেখব হাজার শঙ্খচিল, দাঁড়কাক যাচ্ছে উড়ে
দেখব নদীর ধারে বালক-বালিকা খেলা করে।
দেখব একটি ধানের শীষে শিশির এর খেলা
তারপর তরমুজ খেতে শুয়ে কেটে যাবে বেলা।
সহসাই নিভে যাবে সূর্য আসন্ন রাত্রির দিকে
দেখব হাজার জোনাকির জ্বলা আলো অন্তরীক্ষে;
বিস্ময় জড়িয়ে রাত্রি যখন আরো গভীর হবে
শেয়াল আর হুতোম পেঁচা ডাকে বিমূর্ত ছড়াবে।
অবশেষে আমারই ক্লান্ত দেহ যাবে যেন থামি
আর একবার যদি অনন্ত জীবন পাই আমি।।