তোমার ঘুমন্ত মুখের দিকে তাকালে
তোমাকে টগর ফুলের মতই মনে হয়
মনে হয় অচেনা পথে নাম না জানা বনফুলে
জড়িয়ে আছে যৌবনা অঝর ফাল্গুন...
অথবা চুলের বেণী দুলিয়ে দুলিয়ে নেচে যায়
ষোড়শী বালিকা, অচেনা গায়ের শান্ত মেটু পথে।।


তোমার ঘুমন্ত মুখের দিকে তাকালে
তোমাকে রাজকন্যার মতো মনে হয়
মনে হয় কাঞ্চনজংঘার রূপের ঝলক নিয়ে
হীরক রাজার দেশে
সোনার কাঠি রুপার কাঠির ঘুমন্ত রাজকন্যা
যেন আমার স্পর্শ পেলেই জেগে উঠবে আবার।।


তোমার ঘুমন্ত মুখের দিকে তাকালে
আমি যেন বদলে যাই এক নিমিষে
শ্যামার বাঁশি বেজে ওঠে খানখান নিস্তব্ধতায়
বুকের বাঁ পাশে ক্রমাগত ছোবল মারে
একশ আট টা বন্দা গোলাপের সন্ধ্যা আরতি,
আমি অন্ধ পুরোহিতের মতো
তোমার ঘুমন্ত মুখের মায়াবী জ্যোৎস্না গুলো সরিয়ে সরিয়ে
লিখে যাই কাম ও প্রেমের আত্মজীবনী।।