কেমন আছো সকাল?
আমি ক্লান্ত আজ নির্জীব দুপুর..
হৃদয়ের চিলেকোঠায় আজো কেন ভেসে চলে
স্মৃতি ভরা মেঘ মালা;
যোগ-বিয়োগে বেসামাল জীবন
স্মৃতি ভেবে ভেবে আজো কেন কাঁদে মন?
সন্ধ্যা হাওয়ায়
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়....
চিকচিকে জ্যোৎস্নায় মরীচিকা যেমন
জাদুকাটা নদী মনে হয়,
আমারও তেমন হয়!
যা কিছু ছিল মোর সব দিয়েছি বাদ
ছেঁড়া আকাশ, মেঘনাদ-বিষাদ।।


যে নদী সাগরেই হারায়
সে কি ফিরবে কখনো?
তবুও তো জানতে ইচ্ছে হয়
কেমন আছো?কেমন আছো নদী
সাগরের বুকে..।।