পরের ঘরের পিঠা মুখে লাগে মিঠা
নিজের ঘরের পিঠা মুখে লাগে তিতা
পরের বউটা সুন্দর অতি নিজের বউটা কালো
পরের গাছের ফলটা রে ভাই লাগে বড় ভালো
পরের গাছের গোলাপটা তে সুবাস অন্যরকম
নিজের গাছের গোলাপ কাঁটায় হাতে লাগে জখম।।


পরের ধনে পোদ্দারি ভাই নিজের বেলা খরখরা
পরের কাজে দোষে ভরা নিজের কাজে হাম বড়া
নিজের পাগল বেঁধে রাখি পরের পাগল হাত তালি
নিজের দোষটা ঢেকে রাখি পরের মুখে চুনকালি।।


(গতকাল প্রিয় কবি আর ইসলামের "মৌমাছি" কবিতায় মন্তব্য করতে গিয়ে এই কবিতাটি লেখা। তাই এই কবিতাটি প্রিয় কবি "আর ইসলাম" কে উৎসর্গ করলাম)