বেহুঁশ রোদের ঘোরে বিষণ্ণ দুপুর,
আমি একা পথ হারা পাখি
দিগন্তের ক্লান্ত শূন্যতায়
গূঢ় বেদনার বিমূর্ত কোলাজ আঁকি.......,


সবই ছিল আমার, কাক ভেজা ভোর
জ্যোৎস্নার রংধনু, জলের নূপুর..


তারপর একদিন মহাবেগে ঝড় আসে
আকাশে আকাশে
শূন্যতার-শূন্যতায়, প্রশ্বাসে-বাতাসে
ভেসে ভেসে যায় আমার যা কিছু ছিল আগে
মাটিতে হোচট লাগে...
শেখর এবং মূলের উড়ন্ত দূর্বাঘাসে;
ছায়া এবং মায়া, হৃদয় আর নাড়িতে
ভাঙ্গনের বেগ আসে।।

তবু চলি আমি, ক্লান্ত পথিক একাই
রূঢ় বেদনার নীলাভ দহনে নিজেকে পুড়িয়ে
দিগন্তের শূন্যতায় তবুও প্রতিনিয়ত
আমি বিষাদের পাণ্ডুলিপি লিখে যাই।।