এই যে আমি তোমার বাম পাঁজরের
খুব নিকটে এসে ভীষণ অধিকারহীনতায়
কড়া নেড়ে যাই
তুমি কি বুঝতে পারো কপালিনী?
জানি, এইসব অর্থহীন প্রেমাক্তির
অন্তিম সৎকার তুমি কবেই করে দিয়েছো
কিন্তু আমি!
আমি আজোও ছাপোষা,
উদ্দেশ্যহীন তোমার প্রতীক্ষায় থাকি;
এলোমেলো হঠাৎ ঝড়ে খুলে যায় হৃদয় জানালা
আমি তখন বিষন্নতার পথে হাঁটি..
তারপর একঝাঁক নীল পাখির বিষাদ নিয়ে
শতাব্দীর শেষ আসমানে লিখে যাই
শত বিষাদের পাণ্ডুলিপি।।