মাঝে মাঝে নিজেকে যেন একটা
হলুদ কাঁঠাল পাতার মতোই মনে হয়
কখন জানি ঝরে পড়ে কালের অতলে,
অথবা শিমুল তুলোর মতই
হাওয়ায় ভাসতে ভাসতে মিলিয়ে যাবে
শূন্যতার শূন্যতায়!
শৈশবের ছুটে বেড়ানো শহরটাও তখন
স্মৃতি জমা ধুলো গুলো ঝেড়ে ফেলে
কেটে দেবে মায়ার বাঁধন।।


ভাবি, কালের পুরানে হারিয়ে গেলে
আরো আরও বহু বছর পর
এই শূন্যতার নাগরিক কোলাহলে
কেউ কি আর আমার কোন এক কবিতার পংক্তি
নির্জনে আওড়াতে আওড়াতে
মুগ্ধ উল্লাস ছড়িয়ে আমাকে মনে করবে
আরো আরো বহু বহু কাল!!