আজ আমি তোমার কাছেতে
জং ধরা অস্ত্রের মতো কার্যত যেন অকার্যকর;
মধ্য রাতের ঐ পূর্ণ চন্দ্র গিলে খেয়ে
আঁধারে মাতাল হয়ে আছি
শুধু মাঝে মাঝে সুখের বাগানে যে আগুন লেগেছে
তার মধ্যেই একটু কেরোসিন ঢেলে দেই,
আর রোদ্দুরের ঈষৎ উষ্ণতায় আমি
অনুভব করি শীতে গোটানো শরীর।।