আচ্ছা মায়াবতী!
তোমার এত আবেগ কেন?
তোমার এই আবেগ আমায় যে ক্লান্ত করে দেয়,
আমাকে বারবার ফিরিয়ে নিয়ে আসে তোমার কাছে।
মায়াবতী, তোমার এত ব্যাকুলতা কেন?
কেন এত মায়া, এত অভিমান?
তোমার আবেগী প্রেম যেন কান্না হয়ে ঝরে পড়ে
পান থেকে চুন খসলেই নেমে আসে অশ্রুধারা.....
তোমার এই অশ্রুধারা আমাকে বাঁধনে জড়িয়ে ফেলে।
মায়াবতী! আমি তোমার দিকে তাকালেই,
তোমার কাছে এলেই কাঙ্গাল হয়ে যাই,
প্রেম ভিক্ষা করি
তোমার বুকের ভিতর ওষ্ঠ রেখে আগুন নিয়ে খেলা করি,
নতুন করে আমি তোমার প্রেমে পড়ি।।