কবিতাঃ- মায়া জাল
কবিঃ- অবিরুদ্ধ মোহাম্মদ
তারিখঃ- ২৯/০৫/২০
“”””””””””””””””””””””””””””””””””””””””””
আমি যে নিতান্তই মাতাল, মায়া জালে জড়িয়ে যাই
ভাঙ্গা তানপুরায় শুনি তন্বী সুর...
আকাশ গঙ্গায় স্রোত, ভেসে যেতে দেখি ধ্রুপদীর শাড়ি
নেশাতে বুঁদ বুঁদ ওঠায় অপ্সরার ঘুঙ্গুর।।

রাইসর্ষের খেত হয় তরুণীর নাভি কুণ্ড
মায়াবী আরশিতে দেখি রূপসীদের লোমকূপ,
শালিকের মতো চোখ তুলসী বনের কালো চুল তার
নিঃসঙ্গ প্রভাতের ঘ্রাণে ভেসে আসছে সন্ধ্যার ধুপ।।


আমি যে নিতান্তই মাতাল, মায়া জালে জড়িয়ে যাই
ঘুমন্ত দুপুর সরিয়ে রাত্রি টেনে আনি মাঝখানে আর..
চিলেকোঠায় রোদ, সেতু বাঁধি দুই শরীরের ঐকতান
অপ্সরী যেন নেমে আসে অবিকল ভ্রমর হয়ে হৃদয়ে অনিবার।।


আমি যে নিতান্তই মাতাল, মায়া জালে জড়িয়ে যাই
জ্যোৎস্নার পাঁজর ভেঙ্গে জন্মাই নিতম্বের ঘ্রাণ,
একাকীত্বের আকাশে ঘুম এলে প্রজাপতির ওষ্ঠ চুষি
অঘ্রানের রাতে লক্ষ্মী পেঁচার মুখে শুনি প্রেমের গান।।