ছেলে! আমি তোমার সেই পুরনো সখি
খেলার ছলে বৌ সেজেছি মনে পড়ে কি?


চাঁদের আলোয় শূন্য আকাশ, হৃদয় কোনেই ঠাঁই দিয়েছি  
তোমার সেই উদাসী মন, আমি চোখের জলে মাছ ধরেছি ;


ছেলে! আমি তোমার সেই পুরনো সখি
তোমার বুকের জমি ধার নিয়েছি মনে পড়ে কি?


তোমার সেই হৃদয় বনেই অনেক গোলাপ চাষ করেছি
সব প্রেমের মন্ত্র, নন্দিত সুখ, চরণ তলে সব সঁপেছি;


ছেলে! আমি তোমার সেই পুরনো সখি
তোমার হৃদ মন্দিরে বসিয়ে ছিলে মনে পড়ে কি?


জানে সব অন্তর্যামী, গ্রীষ্ম বুকে তোমার জন্য শীত পুষেছি
তোমার বৃষ্টি মনে কোকিল বনে চাতক হয়ে বসে থেকেছি;  


ছেলে! আমি তোমার সেই পুরনো সখি
সেই পুতুল বিয়ের খেলার সাথী মনে পড়ে কি?


তোমার জন্য গহীন বনে সেই নিবিড় চরে ঘর বেঁধেছি
শরীর খুলে দেখো, তোমার জন্য অনূঢ়া যৌবন জমিয়ে রেখেছি;


ছেলে! আমি তোমার সেই পুরনো সখি
আমার বুকের মধ্যে তিলক ছিল, মনে পড়ে কি?