*********************
মশা দের আজ মহা-উৎসব জমেছে,
মিছিলে মিছিলে সব মশা দের দল..
আমাকে ঘিরেই আজ মশা দের আগমন।
আমার রক্ত কে তারা গরুর রক্ত ভেবে টানছে-
লম্বা লম্বা শূর দিয়ে,যেন  মহা-উৎসব তাদের।
তৃষ্ণা মেটাচ্ছে আমার রক্তে, টকটকে লাল রক্তে।
তারা তো এই রক্তের উৎস জানে না!
তাদের তো শুধু তৃষ্ণা মেটানোর নেশা।


অথচ এই রক্ত তো এসেছে শ্রাবণ সন্ধ্যায় মিলন থেকে..
পশ্চিম আকাশের ঐ যে রঙিন আভা থেকে..
সাধারণ খেটে খাওয়া এক কৃষকের লাভা থেকে..
এক বঙ্গ রমণীর উদরের মাংস পিণ্ড থেকে..
কাদা মাটি, জল, ঘাম, আর শাড়ির আঁচল থেকে..
মাঠের ফসল আর মায়ের নিতম্ব থেকে।


মশারা কি খুঁজে তার উৎস??
খুঁজে না, হয়তো আর খুঁজবেও না যে কোনো দিন।
শুধুই রক্ত চুষবে-
সমাজের বড় বড় হাতি মশারা।
কেয়ামতের থেকে কেয়ামত পর্যন্ত,
অথবা এ জন্ম থেকে আজন্ম পর্যন্ত।


(আবরার হত্যার প্রতিবাদে লেখা)