************************
আহা! কী নির্বোধ আমি, দেখিয়া ভুবনের বাঁধন,
করিতেছি দিবা রাত ধরার সুখেরই সাধন।
যেখানে সদা অশান্তি, যন্ত্রণা, দুর্যোগ, হানাহানি,
অন্যের সুখ দেখিয়া সদা করিতেছি টানাটানি।
আমি ভুলিয়া গিয়াছি বিধাতার বর,
গড়িয়াছি যে হেথায়, নিত্য পরিহাসের আসর।
ভুলিয়া গিয়াছি আমি,
এ জীবন সাঙ্গ হবে একদিন শেষ হবে বেলা।
শেষ হবে ইঞ্জিনের তেল,
শেষ হবে এ ধরার সব খেলা মেলা।