অভুক্ত ক্ষুধিত বিহগ…
তবুও নিরন্ন পৃথিবীর ভাপ উঠা
গরম ভাতে ছাই দেয় কিছু জালিম।
আমি ক্লান্ত পথিক শুধু চেয়ে থাকি-
পথের দিকে,
সময় যায় বুদবুদ উঠে টগবগে-
পায়রার খুঁটে খাওয়া-দানার ভিতর;
শালিকের অতি কষ্টের অন্নে
ছোঁ মারে বাজ পাখি।
আসন্ন আঁধারে হুতোম পেঁচা-
প্রদীপের তেল শেষে নিভুনিভু হয়।
পাখিদের ঠোঁটে শুধু বিষন্নতা
রক্তের বিন্দুতে ক্ষয়ে ক্ষয়ে পড়ে।
সরিষার স্বপ্নে বিভোর টুনটুনি দেখে
ঘন কুয়াশার ভেতর শিশিরের টলমল;
ঘোর শ্রাবণে জোছনার বৃষ্টি নামবে ভেবে
কালো অন্ধকার আকাশের দিকে
তাকিয়ে থাকে চাতকের দল,
মেঘের আড়ালে চাঁদ তবু নিভুনিভু;
শিশিরের হিম হাওয়ার ভিতরে আজও
নিরন্ন পৃথিবী ডুকরে কেঁদে উঠে।