আজ এই নিশীথের প্রেম খুঁজছে কিসের স্বাদ
তোমার চুলের গন্ধে করতে চায় যে অপরাধ;
সাদা কুয়াশার মতো চাদরের নিচে শুয়ে
অঙ্গে অঙ্গে জাগে প্রেম নিশীথের সেই ঘুম ছুঁয়ে
তোমার শুভ্র দেহের বিস্ময়েই মাতাল বাতাসে
বৃত্ত যেন শুদ্ধতায় নিরুত্তর কেন্দ্রে ফিরে আসে।


আগুনের মতো প্রেম আমার ঠোঁটের থেকে ঝরে
পিপাসা বরফ খুঁজে যেন তোমার ঠোঁটের পরে,
তারপর সমুদ্রের মতো ক্ষুধা দেহের ভিতর
অনন্ত গুহার টানে নক্ষত্র ঝরে পৃথ্বীর পর
অবশেষে ক্লান্ত দেহ হয় যে শূন্যতায় বিলীন
হৃদয়েতে শুধু লেগে থাকে যেন হৃদয়ের ঋণ।।