অঘ্রানে! সোনার বাংলা উঠেছে ভরে সোনার ধানে
হেমন্ত বাতাস মেতে উঠে নতুন ধানের ঘ্রাণে,
ছায়া নীবির বাংলার মাঠে মাঠে কৃষাণের প্রাণ
সবুজ ছাপিয়ে যেন  হলুদ বরণ হল ধান;
তাই আজ চারদিকে এত কলরব
এসেছে এসেছে আজি নবান্ন উৎসব।

কৃষাণী বউ মনের আলপনা আঁকে
ঘরেরই আঙিনার বাঁকে চারদিকে,
সোনা ফলা এই মাঠে কৃষক কাটে সোনার ধান
খুশিতে দরাজ কন্ঠে গেয়ে যায় ভাটিয়ালি গান,
কৃষাণী বউ নতুন ধানের নতুন চাল কুটে
পিঠা-পায়েস উৎসবে-ঘ্রাণে চারদিক ভরে উঠে,
উঠবে ভরে সোনার ধানে আজি কৃষকের গোলা
আবার জমবে মেলা সেই বটতলা হাটখোলা।।